সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | উল্টে গেল মদবোঝাই লরি, পেটি পেটি মদ নিয়ে বাড়ি গেলেন অনেকেই

Kaushik Roy | ২৮ মার্চ ২০২৫ ১৬ : ৪২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে গেল মদবোঝাই লরি। চালক ও খালাসিকে উদ্ধারের বালাই নেই। সবাই তখন ব্যস্ত মদের বোতল কুড়াতে! বাইকে করে মদের পেটি নিয়েও অনেকে ছুটছেন বাড়ির দিকে, এই দৃশ্যও দেখা গেল! শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কামদেবকাঠি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মদবোঝাই একটি লরি উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল। পথে দেগঙ্গা থানার কামদেবকাঠি এলাকায় লরিটির সামনে আচমকা একটি বিড়াল চলে আসে। 

 

ওই বিড়ালটিকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। রাস্তার ওপরে মদবোঝাই ওই লরিটি উল্টে পড়ে। রাস্তার ওপর মদের পেটি ও বোতল ছড়িয়ে পড়ে। সেই খবর পেয়ে স্থানীয়দের অনেকেই সেখানে ছুটে আসেন। চালক ও খালাসি তখন জখম অবস্থাতেই সেখানে পড়েছিলেন। কিন্তু সুরাপ্রেমীদের সেদিকে যেন নজরই নেই। তাঁরা তখন ব্যস্ত মদের বোতল কুড়োতে। যে যেমন ভাবে পেরেছেন মদের বোতল নিয়ে ছুটছেন বাড়ির দিকে। শুধু বোতলই নয়, মদের গোটা পেটি ধরেও তাঁরা ছুটেছেন। 

 

কেউ কেউ আবার মোটরবাইক নিয়ে এসেছেন রাস্তা থেকে মদের বোতল কুড়োনোর জন্য।  ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী অন্য গাড়ির যাত্রীরা তাড়িয়ে তাড়িয়ে দেখলেন হাস্যকর সেই ছবি। দুর্ঘটনায় জখম চালক ও খালাসি রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছিলেন। অভিযোগ, সেদিকে কারও হুঁশ নেই। জখম লরির চালক ও খালাসিকে কেউ প্রাথমিকভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি, এই অভিযোগও শোনা গিয়েছে। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে অবশ্য অনেকেই মুখ লুকিয়েছেন। দু'একজন সামনে এসে কথা বললেও মদের বোতল নিয়ে পালানোর কথা তাঁরা বেমালুম চেপে গিয়েছেন।

 

স্থানীয় বাসিন্দা পাঁচি সর্দার বলেন, 'রাস্তার উপরে মদের লরি উল্টে গিয়েছে। আমাকে বলেছে রাস্তা পরিষ্কার করে দিলে টাকা দেবে। তাই আমি রাস্তা পরিষ্কার করতে এসেছি।' এলাকার আরেক বাসিন্দা জানিয়েছেন দুর্ঘটনার কথা। ‌ তবে তিনিও চালকও খালাসিকে হাসপাতালে না পাঠিয়ে মদের বোতল নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের উদ্যোগে মদবোঝাই লরির চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।


Local NewsWest Bengal NewsNorth 24 Parganas

নানান খবর

নানান খবর

আইআইটি খড়গপুরের হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার দেহ, পড়াশোনার চাপেই চরম পদক্ষেপ?

আজও ঝেঁপে বৃষ্টি, ১৩ জেলায় তুমুল দুর্যোগের ঘনঘটা, বজ্রপাতের সতর্কতা জারি

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া